ফেনী
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮
, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের দুর্নীতির তদন্ত শুরু ফেনীতে দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে মণ্ডপ পাহারায় থাকবে বিএনপি নেতাকর্মীরা দুই বছর ধরে প্রবাসী হয়েও উপজেলা ছাত্রদলের আহবায়ক পদে বহাল! ধর্মপুর এডুকেশনাল এস্টেটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বন্যা প্রতিকারে ৮ দফা দাবি জানিয়ে ফেনীতে এবি পার্টির মানববন্ধন ফাজিলপুরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক রুহুল আমিন গাজীর রোগমুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল ফেনীতে অসহায়দের মাঝে জামায়াতের অটোরিকশা-নগদ অর্থ বিতরণ  ৫৩ বছরেও তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারেনি বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা তুলে দিলেন ছাত্রদল নেতা 

স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের উদ্যোগ এলাকাবাসীর

অবহেলিত ফরহাদ নগরের ‘পশ্চিম গ্রাম’

ফেনী সদর উপজেলার সবচেয়ে অবহেলিত গ্রাম ‘পশ্চিম গ্রাম’। ফরহাদ নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত এই গ্রামটি যুগ যুগ ধরেই অবহেলিতভাবে উন্নয়ন বঞ্চিত আছে। বর্তমান সরকারের আমলে দেশব্যাপী গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় আসলেও সেই উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছে দক্ষিণ ফরহাদ নগর এলাকার পশ্চিম গ্রামের মানুষ।এ গ্রামকে আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে আখ্যায়িত করে গত বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। ওই সময় রাস্তা-ঘাটের চেয়েও বিদ্যুতের জন্য এলাকাবাসির পক্ষ থেকে জোর দাবি জানালে বিদ্যুৎ দেয়ার কথা বলে তৎকালীন জনপ্রতিনিধিরা প্রতি পরিবার থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েও পশ্চিম গ্রামের মানুষকে বিদ্যুৎ থেকে বঞ্চিত করে অন্ধকারে রেখেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ওই গ্রামের মানুষ বিদ্যুৎ পেয়ে কিছুটা আলোকিত হলেও গ্রামের রাস্তাঘাট পাকা করণ ও নির্মাণের প্রতিশ্রæতি দিলেও অদ্যবধি কেউ কথা রাখেনি। ফলে অবজ্ঞা অবহেলার শিকার এই গ্রামের মানুষ চরম ক্ষুব্ধ। প্রায় ১ হাজার জনসংখ্যার ছোট এই গ্রামটিতে ভোটার রয়েছে প্রায় ৭ শত। কিন্তু ভৌগলিক কারণে পশ্চিম গ্রামের রাস্তাঘাট উন্নয়ন না হওয়ায় আশেপাশের গ্রামের মানুষের চলাচলের অন্তরায় হয়ে আছে। ফলে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে গ্রামের প্রধান সড়ক ভোরবাজার ফারুকিয়া মাদ্রাসা রোড হয়ে খানে মিজি মসজিদ সড়কে ইট বসিয়ে নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সামাজিকভাবে গত শুক্রবার খানে মিঝি জামে মসজিদে জুমার নামাজের আগে টাকা সংগ্রহ করা হয়। যা এখনো অব্যাহত রয়েছে।টার্গেটকৃত ফান্ডের টাকা আদায় শেষ হলে কাজ শুরু করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অবহেলিত এই গ্রামের লোকজন বলা চলে নাগরিক সুবিধাই বঞ্চিত হয়ে আছে। গ্রামের উন্নয়নে সরাসরি নিজাম উদ্দিন হাজারী এমপির হস্তক্ষেপ কামনা করছে গ্রামবাসী। গ্রামের সড়কগুলো পাকাকরণ করলে যোগাযোগ ক্ষেত্রে যেমন নব দিগন্তের সূচনা হবে। তেমনি এর সুফল ভোগ করবে আশে পাশের মানুষ। তাই “গ্রাম হবে শহর” সরকারের এই নীতি বাস্তবায়নের ক্ষেত্রে পশ্চিম গ্রামের উন্নয়ন এখন সময়ের দাবি বলে মনে করছেন এলাকাবাসী।


ওইগ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ ও ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামছুল হক গ্রামের রাস্তা-ঘাট উন্নয়নে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপুসহ সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ইউপি সদস্য অভিযোগ করে বলেন, রাস্তা-ঘাট পাকাকরণের কথা বলে বারবার প্রতিশ্রুতি দিয়েও জনপ্রতিনিধিরা অদৃশ্য কারণে তা বাস্তবায়ন না করে গ্রামবাসির সাথে প্রতিনিয়ত প্রতারণা করে আসছে।এতে করে সরকার ও দলের বদনাম হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বছির আহম্মদ জানান, একজন ইউপি সদস্য হিসেবে সরকার থেকে যেটুকু বরাদ্ধ পাই তা দিয়ে গ্রামের উন্নয়ন করার চেষ্টা করে আসছি।তিনি এর চেয়ে বেশি কিছু মন্তব্য করেননি।

এ ব্যাপারে ফরহাদ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিপু জানান, নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনা ও সহযোগিতায় ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। ৩নং ওয়ার্ডের পশ্চিম গ্রামের প্রধান সড়কসহ কয়েকটি সড়ক পাকা করণের জন্য জোরালো চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo