ফেনী
বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৮
, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন ফেনীর ছাত্রলীগ নেতা অভি

করোনা মোকাবেলায় লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবীরা।এ কারণে দুঃখ-দুর্দশার মধ্যে দিন কাটছে তাদের।এর মাঝে চলছে রমজান মাস।এতে বিপাকে পড়েছে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া দিনমজুররা। ফেনী শহরের এসব অসহায়, দুস্থ, ও খেটে খাওয়া দিনমজুরদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে তাদের পাশে এসে দাড়িয়েছেন ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি।বৃহস্পতিবার  বিকেলে ফেনী শহরের ট্রাংক রোড, কলেজ রোড ও রেলগেটসহ বিভিন্নস্থানে এসব ইফতার বিতরণ করা হয়।

এর আগে সে গত ৬ই এপ্রিল ১শ টি পরিবারকে ত্রান সহায়তা দিয়েছে ছাত্রলীগের এ নেতা।এই সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যপারে ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি বলেন, ‘দেশের যে কোন দুর্যোগে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করেছে। একজন ছাত্রলীগের কর্মী হিসেবে বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে আমি এই উদ্যোগ নিয়েছি। রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সব নেতাকর্মীদের অংশগ্রহণ ও সহযোগতিা কামনা করেন তিনি।

 

 

 

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo