করোনা মোকাবেলায় লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবীরা।এ কারণে দুঃখ-দুর্দশার মধ্যে দিন কাটছে তাদের।এর মাঝে চলছে রমজান মাস।এতে বিপাকে পড়েছে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া দিনমজুররা। ফেনী শহরের এসব অসহায়, দুস্থ, ও খেটে খাওয়া দিনমজুরদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে তাদের পাশে এসে দাড়িয়েছেন ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি।বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোড, কলেজ রোড ও রেলগেটসহ বিভিন্নস্থানে এসব ইফতার বিতরণ করা হয়।
এর আগে সে গত ৬ই এপ্রিল ১শ টি পরিবারকে ত্রান সহায়তা দিয়েছে ছাত্রলীগের এ নেতা।এই সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যপারে ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি বলেন, ‘দেশের যে কোন দুর্যোগে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করেছে। একজন ছাত্রলীগের কর্মী হিসেবে বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে আমি এই উদ্যোগ নিয়েছি। রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সব নেতাকর্মীদের অংশগ্রহণ ও সহযোগতিা কামনা করেন তিনি।