শহর প্রতিনিধি-ফেনীতে যাত্রা বিরতিকালে আওয়ামীলীগ পরিকল্পিতভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা করেছে বলে দাবী করছেন জেলা বিএনপি। বুধবার সন্ধ্যায় শহরের ইসলামপুর রোডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাংবাকি সম্মেলনে লিখিত বক্তব্য প্রদানকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার এ দাবী করেন।
এসময় তিনি বলেন, ২৮ অক্টোবর ফেনী হয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চট্টগ্রাম যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বহরে থাকা সাংবাদিকরা আহত হয়। ইতোমধ্যে হামলাকারীদের পরিচয় বিভিন্ন সংবাদপত্রে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হবার মাধ্যমে সত্য উম্মোচিত হয়। কিন্তু বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ আয়োজিত সাংবাকি সম্মেলনে এ হামলার জন্য স্থানীয় বিএনপির অন্তকোন্দলকে দায়ী করা হয়। অত্যন্ত দুখ:জনক বিষয় বর্তমান সময়ে মিডিয়ার এ যুগে কোন কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। ফেনীর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাক ও সংসদ সদস্য জয়নাল হাজারী ইতোমধ্যে তার ফেসবুক একাউন্ট থেকে খালেদা জিয়ার বহরের হামলা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটিতে হামলাকারী, হামলা ও আগামীর পরিকল্পনাসহ সমস্ত কিছু প্রকাশ হয়েছে। এছাড়াও দেশের বহুল প্রচারিত জাতীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার সাে জড়িত হামলাকারী ছাত্রলীগ যুবলীগের ায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের ছবিসহ নাম ঠিকানা প্রকাশিত হয়।
আওয়ামীলীগের মুখপাত্র মাহবুবুল আলম হানিফ একটি অডিও রেকর্ডে প্রকাশিত শাহাদাত হোসেন নামে এক ব্যক্তির খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার নির্দেশ দিচ্ছে সে হল ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা। এ শাহাদাতকে চট্টগ্রামের বিএনপি নেতা শাহাদাত বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করেছে আওয়ামীলীগ। ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা ও শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলমকে গ্রেফতার করলে সমস্ত পরিকল্পনার মূল রহস্য উম্মোচিত হবে বলে বিএনপির সাধারন সম্পাদক সাংবাদিকদের জানান।
এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে মহিপালে দাড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ। উক্ত মামলায় উল্লেখ করা হয়েছে যে, সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবেীন ভিপি গ্রুপ বনাম সাবেক সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। প্রকৃতসত্যকে গোপন করে সন্ত্রাসীদের রক্ষা করার জন্য পুলিশ আষাঢ়ে গল্পের মত একটি কাল্পনিক মামলা করেছে। ফেনীর বিএনপিতে কোন গ্রুপিং নেই। সবাই খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ বলে তিনি দাবী করেন।
এসময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি, রেহানা আক্তার রানু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান।
সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লের সভাপতি কফিল উদ্দিন মামুন, সাইুর রহমান জুয়েল, জেলা মহিলা লের সভানেত্রী জুলেখা আক্তার ডেইজী, সর থানা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।