ঢাকা অফিস- ফেনী শহরের এসএসকে সড়কে ছাত্রলীগ নেতা মোস্তফা আহমেদ শাকিল হত্যা মামলায় মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা আলালসহ ৫ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছে উচ্চ আদালত। আগামী ৮ সপ্তাহ পর্যন্ত তারা জামিনে থাকবে বলে আদেশে বলা হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার হাইকোর্টের ১৯নম্বর বেঞ্চে শাকিল হত্যা মামলায় জামিন আবেদন করেন পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, সাইবার ইউজার দলের জেলা আহবায়ক শরিফুল ইসলাম রাসেল, ছাত্রদল নেতা মওদুদ আহম্মদ রনি, শরিফুল ইসলাম রানা ও আশরাফ জাহান সৈকত। শুনানী শেষে বিচারপতি ওবায়দুল হাসান শাহিন ও কৃষ্ণ দেবনাথ তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে ২৫ জানুয়ারি সন্ধ্যায় শহরের এসএসকে সড়কের জহিরিয়া মসজিদ সংলগ্ন স্থানে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয় মোস্তফা আহমেদ শাকিল। ঘটনার দু’দিন পর শাকিলের পিতা হুমায়ুন কবীর বাদী হয়ে বিএনপি ও সহযোগি সংগঠনের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৩০/৪০ জন অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।