ফেনীতে ৪৭ লাখ টাকার ইয়াবাসহ মোঃ নুরুল আবছার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক মো: নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওইস্থানে গেলে উপস্থিটি টের পেয়ে মাদকের বস্তা রেখে পালিয়ে যাওয়ার সময় সোনাগাজী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মহাজন বাড়ীর মোঃ নুরুল আবছারকে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশী করে নয় হাজার পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা। যার আনুমানিক মূল্য ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা।