আন্তর্জাতিক ডেস্ক- সিরিয়ার আফরিন শহর ঘিরে ফেলেছে তুর্কি বাহিনী- প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের এই দাবি প্রত্যাখ্যান করেছেন কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজি’র মুখপাত্র নুরি মাহমুদ। তিনি বলেছেন, আফরিন শহর ঘিরে ফেলা হয়েছে বলে তুর্কি প্রেসিডেন্ট যে দাবি করেছেন তা ভিত্তিহীন। তুর্কি সেনারা বর্তমানে শহরের কমপক্ষে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে দাবি করেন তিনি।
শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ঘোষণা করেছেন, আফরিন শহর পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে এবং যেকোনো মুহূর্তে তুর্কি সেনারা শহরে প্রবেশ করবে।