সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ বি.সি লাহা স্কুল এন্ড কলেজের শতবর্ষ উদযাপন হয়েছে। শনিবার সকাল ৮ টায় জাতীয় ও শতবর্ষ উদযাপনের পতাকা উত্তোলন,বেলুন-পায়রা উড়ানো এবং বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
সকাল ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি ছিলেন সাবেক মহিলা এমপি অধ্যাপিকা পান্না কায়সার,ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম,মিডিয়া ব্যক্তিত্ব শমী কায়সার,বিশিষ্ট শিক্ষাবিদ ও গভেষক লক্ষী লাহা,সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুর রহমান,কেন্দ্রীয় আ’লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই।
মধ্যাহ্ন ভোজ,আড্ডা-স্মৃতিচারণ ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন শেষ হয়।