ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক এমপি প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশে আওয়ামী লীগের পুরোনো সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির আর কোনো জায়গা হবে না।মনে রাখতে হবে, যারা এই নৈরাজ্যের পক্ষ নেবে তারা আওয়ামী লীগের দোসর। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।
সোমবার বিকেলে ছাগলনাইয়া জিরো পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মজনু বলেন, আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নিজ বাড়িতে ঘুমাতে পারেনি।মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের। পাশবিক নির্যাতন করা হয়েছে তাদের ওপর। কিন্তু আমরা আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো প্রকার ক্ষতি সাধন করিনি। আমরা শান্তি-সম্প্রীতির বাংলাদেশ চাই।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ নুর আহমেদ মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলমগীর বিএ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, আবু তালেব, ফেনী জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসর এম এ খালেক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসীম, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন প্রমুখ।