সাবরিনা কবির-বইমেলায় প্রকাশিত হয়েছে স্বকৃত নোমানের গল্পগ্রন্থ ইবিকাসের বংশধর। প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। সমকালে বসে সমকালের সংকটের উল্লেখ করাটাই লেখকের একমাত্র কাজ নয়। বরং সংকটের কারণ সন্ধান, সংকটের কারণ উল্লেখ এবং সমাধানের পথ বাতলে দেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। বলা বাহুল্য, সংকটের সন্ধান ও কারণ উল্লেখ করা যতটা সহজ, সমাধানের পথ বাতলে দেওয়া ততটাই কঠিন। কারণ মাধ্যম হিসেবে লেখক বেছে নিয়েছেন ছোটগল্প। এই কাঠামোর ভেতরে চকিত সংকটের সন্ধান করে কিংবা উল্লেখ করে দায়টুকু সারা হয়তো সহজতর। কিন্তু সমাধানের পথ বাতলে দেওয়া ততটাই কঠিন। লেখক স্বকৃত নোমান সমাধানের পথ বাতলে দেওয়ার পথটাই বেছে নিয়েছেন। একজন লেখকের প্রকৃত শক্তিমত্তা তো এখানেই।
ইবিকাসের বংশধর : স্বকৃত নোমান। প্রকাশক : ইত্যাদি গ্রন্থ প্রকাশ। প্রচ্ছদ : ধ্রুব এষ। মূূল্য : ২৯০ টাকা
ইবিকাসের বংশধর গল্পগ্রন্থে মোট ষোলোটি গল্প রয়েছে। একবাক্যে যদি বলতে বলা হয়, কী আছে এগুলোতে। এককথায় উত্তর হবে—সমকালীন বাংলাদেশ। এই বাংলাদেশ নিশ্চয়ই তৃপ্তির ঢেকুর তোলা কোনো বিষয়ের নয়। এই বাংলাদেশ সংকটের যথার্থ উপস্থিতি। যথার্থ উল্লেখ। যথার্থ পরিণতি এবং যথার্থ সমাধান। বলা বাহুল্য, প্রতিটি গল্পই উপরোক্ত কথার প্রতিনিধিত্ব করে।
শুধু ইবিকাসের বংশধর গল্পটিই নয়, বাকি পনেরোটি গল্পের সঙ্গেও মিশে আছে আমাদের সমকালীন বাংলাদেশ। বাংলাদেশের গ্রাম-গঞ্জ, গাছগাছালি, বন-বাদাড় আর এ দেশের মানুষের চিন্তাজগৎ। ধর্ম, জীবন, স্বদেশ নিয়ে তাঁর চিন্তাজগতে এক সমন্বয়বাদিতা খেলা করে। এই খেলার চমক রয়েছে প্রতিটি গল্পে।