কুটনৈতিক রিপোর্টার-ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ঈমানদারীর ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোচ্ছে। ভারতের বর্তমান সরকারের প্রতিবেশি অগ্রাধিকার (নেইবার ফাস্ট) নীতির মধ্যে বাংলাদেশ সবার আগে। সবার উপরে। আমাদের দুই দেশের সম্পর্ক কেবল প্রতিবেশিই নয়। আত্মীয়তার বন্ধনের মতো। দুই দেশের কোন সমস্যাই অমিমাংসিত থাকবেনা।
ভারতের হাই কমিশন নতুন চ্যান্সারি কমপ্লেক্স ও ১৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুধী সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সুষমা স্বরাজ বলেন, আমরা স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়নসহ বিবাদমান অনেক সমস্যাই মিটিয়ে ফেলেছি। এখনও যে সমস্ত সমস্যা রয়েছে তা বন্ধুত্বের ভিত্তিতেই সমাধান হবে।