ফেনী
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩১
, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কোনো উসকানিতে পা না দিতে বলেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনো উসকানিতে পা না দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করতে দেশনেত্রী আমাদের সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন।’

বুধবার বিকেলে ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি (খালেদা জিয়া) গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে বলেছেন, তিনি ভালো আছেন। তিনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য যেকোনো ত্যাগস্বীকার করতে প্রস্তুত রয়েছেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রীর মনোবল অত্যন্ত উঁচু। তিনি সাহসিকতার সঙ্গে প্রতিকূল পরিবেশ মোকাবিলা করছেন। কারারুদ্ধ অবস্থায়ও খালেদা জিয়া দেশের জন্য চিন্তা করছেন বলে জানান মির্জা ফখরুল।

২৮ দিন ধরে কারাবন্দী রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেখা করতে কারাগারে গিয়েছিলেন মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা। বেলা তিনটার দিকে দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo