শহর প্রতিনিধি-২০১৮ সালের অনুষ্ঠিত ক্যাডেট কলেজের ৭ম শ্রেণীর ভর্তি পরীক্ষায় স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টারের ৫জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পূর্বের ধারাবাহিকতা ধরে রেখেছে।সোমবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
সুত্র জানায়, ফেনী গালর্স ক্যাডেট কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার থেকে এবার ৪২জন শিক্ষার্থী অংশ নেয়।এর মধ্যে ৫জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।সোমবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে আবাসিক ও অনাবাসিক পদ্ধতিতে পরিচালিত এ কোচিং সেন্টার থেকে এবছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো-রাফসান জানি,হাসিবুল হাসান,শাহী সুলতানা ডালিয়া,জান্নাতুল আতিয়া ও নাবিলা সুলতানা চৌধুরী।
স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক জাফর উদ্দিন জানান, ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু ফেনীর ছাত্র-ছাত্রীদের স্বপ্নপূরনের লক্ষে ২০১৫ সালে প্রতিষ্ঠিত করা হয় এ কোচিং সেন্টারটি।ওই বছর অনুষ্ঠিত ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এ কোচিং সেন্টারের ৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে ক্যাডেট কলেজে পড়াশোনার সুযোগ লাভ করে।এবারও সাফল্য ধরে রাখায় কোচিং সেন্টারটির শিক্ষক, পরিচালক ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান তিনি।