শহর প্রতিনিধি-ফেনী শহরের এসএসকে সড়কের জেড ইউ মডেল হাসপাতালের সামনে থেকে মঙ্গলবার রাতে সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: ফখরুল ইসলামের মোটর সাইকেল চুরি করেছে দূর্বৃত্তরা।
তিনি জানান, জেড ইউ হাসপাতালের সামনে মোটর সাইকেল রেখে ব্যক্তিগত কাজ সারেন। রাত ৮টার দিকে ঘটনাস্থলে এসে দেখেন তার এফাসি আরটিআর ব্র্যান্ডের লাল রংয়ের মোটর সাইকেলটি (ফেনী-ল-১১-২৯৩৩) নেই। এরপর কিছু স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাননি।
এ ঘটনায় রাতেই ফেনী মডেল থানায় হারানো ডায়েরি করা হয়েছে।