ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান রবিবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। গত ১৯জুন শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে তিনি সিএমএইচ এ ভর্তি হন।পরদিন শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ওইদিন (শনিবার) রাতে করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর থেকে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়। এর আগে ফেনীর বাসায় চারদিন ধরে জ্বর-কাশি সহ অসুস্থতা বোধ করছিলেন আকরামুজ্জমান। শুক্রবার শ্বাসকষ্ট বাড়তে থাকলে বিকাল ৫টার দিকে পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে যান। সন্ধ্যায় সিএমএইচ এ ভর্তি করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।