তাওহীদুল ইসলাম, কাতার- ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহবায়ক এডভোকেট সৈয়দ মিজানুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাতারস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে বৃহস্পতিবার রাতে একটি মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়েছে।
মোকারম আলী চৌধুরীর সভাপতিত্বে ও ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি শহিদুল হক।বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হক সাজু, সাবেক সভাপতি আবু সাঈদ।এর আগে মরহুমের স্মৃতিচারণ করেন ফেনী সদর থানা ছাএদলের সাবেক সাধারন সম্পাদক মো: সেলিম।
এসময় বক্তারা বিএনপি নেতা সৈয়দ মিজানের আত্নার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।