ফেনী
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫০
, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা উপজেলা-পৌর কমিটিকে স্বাগত জানিয়ে চরদরবেশ ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল নিজ দলীয় ত্যাগী-নির্যাতিত কর্মীর পাশে থাকায় ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা আহবায়ক কমিটি দিয়ে ৫ বছর পার ফেনীর বিএনপির ফাজিলপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত ঢাকাস্থ ফাজিলপুর যুব কল্যাণের জিপিএ ৫ সংবর্ধনা আ.লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা তা জনগণই ঠিক করবে-ফখরুল

কারিগরী শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তর না করার শিক্ষা সচিবসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

 

 

ঢাকা অফিস-হাইকোর্টের রায় অমান্য করে কারিগরী শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তর না করায় শিক্ষা, অর্থ ও জনপ্রশাসন সচিবসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।সারা দেশে কারিগরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক, পরিদর্শকসহ বিভিন্ন পদে নিয়োগ পাওয়া ২৪১ জনকে রাজস্ব খাতে স্থানান্তর করার আদেশ না মানায় এ রুল জারি করেন আদালত।মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিয়োগপ্রাপ্তদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মিজানুর রহমান।

সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সালাউদ্দিন দোলন ভুক্তভোগী শামসুদ্দীনের পক্ষে এ পিটিশন দায়ের করেন। জানা যায়, দেশের ৬৪ টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নিয়োগপ্রাপ্ত ২৪১ জন শিক্ষকের পক্ষে শামসুদ্দীন বাদী হয়ে ২০১৬ সালের ১৮ অক্টোবর হাইকোর্টে একটি রিট পিটিশন করেন।

যার রিট পিটিশন নং- ১৩০৫২/২০১৬। ২০১৭ সালের ৫ জানুয়ারী আদালত এক আদেশে শিক্ষকদের বকেয়া বেতন-ভাতাদি প্রদানের নির্দেশ দেন। যার বিরুদ্ধে সরকার পক্ষ লিভ টু আপীল করেন। কিন্তু আদালত রিট পিটিশনের আপিল খারিজ করে দিয়ে রায় প্রদান করেন। রায়ে বলা হয় ভুক্তভোগী শিক্ষকদের বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রদানসহ তাদের সরকারি রাজস্ব খাতে স্থানান্তর করা। কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় রায়ের আলোকে তা বাস্তবায়ন না করায় কনটে¤পট পিটিশনটি দায়ের করা হয়।

এর আলোকে আদালত তাদের বিরুদ্ধে রুল জারি করে। ২৪১ জন রিট পিটিশনারসহ প্রায় ৩২০ জন শিক্ষক ৩০ মাস যাবৎ বেতন-ভাতাদি না পেয়ে পরিবার পরিজন নিয়ে অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষকবৃন্দ এ অসহায় অবস্থা থেকে পরিত্রানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করছেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo