কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবের নেতৃত্বে ১০/১২ জন নেতাকর্মী উত্তর সহদেবপুর এলাকায় কৃষক আবুল কাশেমের ৯০ শতাংশ জমির ধান মাঠ থেকে কেটে ঘরে তুলে দেন।এসময় ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষক আবুল কাসেম জানান, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে।মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছিলেন।এ সময় সাহায্য করতে আসে ছাত্রলীগের একদল নেতা-কর্মী। ধান কাটা থেকে শুরু করে ঘরে আনা পর্যন্ত সব করে দিয়েছে তারা।