শহর প্রতিনিধি-সাবেক প্রধানমন্ত্রী-বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সদর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে সোমবার সন্ধ্যায় ট্রাংক রোড হাকিমস’র সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুর হোসেন।
এসময় সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক আলাউদ্দিন রুমন,আব্বাস পাটোয়ারী,সদস্য জিয়াউদ্দিন আহমেদ,নজরুল ইসলাম,শাখাওয়াত হোসেন নিরান,পৌর ছাত্রদল নেতা আলমগির হোসেন,আরিফুল ইসলাম সুমন,আলী মর্তুজা সুমনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।