শহর প্রতিনিধি-ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক ও যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিককে আরো দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১ থেকে মামলার পরোয়ানা কপি কারাগারে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, চলতি বছরের ৮ জানুয়ারি শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে দলীয় কর্মসূচীতে গ্রেফতার হন গাজী হাবিব উল্লাহ মানিক। এরপর একেএকে ৩৬টি মামলায় জামিন পান তিনি। ইতিমধ্যে উচ্চ আদালত থেকে তার জামিন আদেশের কপি ফেনীর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর আদালতে পৌছে।
সম্প্রতি তাকে ২০১৬ সালের ৩০ অক্টোবর ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠিত ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাখার দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে। ওই মামলার প্রধান আসামী ওই ইউপির সাবেক চেয়ারম্যান আজহারুল হক আরজু।
এদিকে ২০১৬ সালের ৪ নভেম্বর ফেনী-নোয়াখালী সড়কের মাথিয়ারা কাজী বাড়ী সংলগ্ন স্থানে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় চার্জশীটে তার নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এজাহারভুক্ত ১৪ জন সহ ১৬ জনের নামে দাখিলকৃত চার্জশীটটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত (ফেনী সদর) গত ৫ ডিসেম্বর গ্রহণ করেন।