ফেনী
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৪
, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

চরিত্র ফুটিয়ে তুলতে হলে তাকে সময় নিয়েই লালন করতে হবে-আরেফিন শুভ।

বিনোদন প্রতিবেদক-ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক আরেফিন শুভ। সম্প্রতি তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি পেয়েছে। মুুক্তির পরই প্রশংসায় ভাসছেন এ তারকা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরও একটি ছবি। সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* ‘ঢাকা অ্যাটাক’ ছবির সাফল্য কীভাবে দেখছেন?

** এ ছবিতে যারা অভিনয় করছেন সবাই নিজেদের পুরোটা দেয়ার চেষ্টা করেছেন। আর নির্মাতাও আমাদের মাঝে থেকে ভিন্ন কিছু বের করার চেষ্টা করেছেন। সবশেষে ঢাকা অ্যাটাক টিম সফল। দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে পেরেছি। এ ধরনের ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে আরও বেশি হওয়া দরকার।

* ডিসেম্বরে আপনার ‘ভালো থেকো’ ছবিটি মুক্তি পাচ্ছে। এ ছবি নিয়ে প্রত্যাশা কেমন?

** আমার অভিনীত প্রতিটি ছবি নিয়েই মুক্তির আগে প্রত্যাশা থাকে। এটি জাকির হোসেন রাজু স্যারের ছবি। অনেক বড় মাপের নির্মাতা তিনি। তার ছবি নিয়ে তো প্রত্যাশা থাকবেই। ছবিটির গল্পও দারুণ। এখন দর্শকরাই ভরসা। আশা করি তাদের ভালো লাগবে।

* আপনার সঙ্গে কোনো নায়িকার জুটি গড়ে ওঠেনি। বিষয়টি কীভাবে দেখছেন?

** আমাদের ইন্ডাস্ট্রিতে নায়ক যেমন কম। তেমনি নায়িকাদের সংখ্যাও কম। সিনেমায় আমার বিপরীতে কে অভিনয় করছেন এটা জানার আগে আমি দেখি এতে গল্প আছে কিনা। দর্শকরা দেখবে এমন কিছু আছে কিনা। আমাকে ভেঙে নতুন কিছু দেখাতে পারব এমন কিছু আছে কিনা। পরে সহ-অভিনেতাদের দেখি। মাহি, মিম, মম, নুসরাত ফারিয়া, জলি, নতুন নায়িকা তানহা- সবার সঙ্গেই তো অভিনয় করছি। এটা ছবির গল্পের ডিমান্ডেই করা। এতে আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই।

* ছবিতে একজন নায়কের উচ্চতা ও বডি বিল্ডার হওয়া কতটা গুরুত্বপূর্ণ?

** সিনেমার নায়ককে অন্য আট দশটা ছেলের চেয়ে একটু আলাদা হতে হবে। কারণ তাকে মানুষ টাকা দিয়ে হলে দেখতে আসে। ছবির গল্পের অনুপাতে একজন নায়ককে সাজাতে হয়। এখন আমাকে সব ছবিতে বডি বিল্ডার রূপে দেখতে চাওয়াটা কিন্তু বোকামি। আমার ‘কিস্তিমাত’ ও ‘মুসাফির’ ছবিতে বডি দেখিয়েছি। কিন্তু ‘ছুঁয়ে দিলে মন’ তো একটি প্রেমের ছবি। এ ছবিতে কিন্তু আবার বডি দেখালে চলবে না। ছবির গল্পের অনুপাতেই আমাদের চরিত্র প্লে করতে হয়।

* আমাদের দেশের ছবিতে চরিত্রানুয়ী একজন নায়ককে ফিট হতে কতটা সময় দেয়া হয়?

** একেবারেই দেয়া হয় না। এরপরও পরিচালক ও প্রযোজককে বলে আমি কিছুটা সময় নিই। এ জন্য অনেকে আমাকে পাগলও বলেন। কিন্তু কিছু করার নেই। চরিত্র ফুটিয়ে তুলতে হলে তাকে সময় নিয়েই লালন করতে হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo