শহর প্রতিনিধি – ফেনী পৌরসভার মধ্যম চাড়িপুরে নব-তরুন-সংঘ কতৃক আয়োজিত রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। নব-তরুন-সংঘের উপদেষ্টা ও জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, জেলা শ্রমিক লীগের সভাপতি শামছুদ্দৌহা দুলাল, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান ফরায়েজী,পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু প্রমুখ।
খেলায় ইয়ং সোসাইটি চ্যাম্পিয়ন ও সূর্য মুখী সংসদ রানার্স আপ হয়। শেষে উপস্থিত অথিতিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের খেলোয়ার্ডদের মধ্যে ট্রপি তুলে দেয়া হয়।