শহর প্রতিনিধি-ফেনী শহরের উত্তর চাড়িপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শনিবার সকালে স্থানীয় মিলনায়নে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী ইয়াং সোসাইটি ক্লাবের সহ-সভাপতি সোহাগ মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক ইমাম হোসেন, ফিউচার প্রগ্রেস ফাউন্ডেশন ফেনীর অর্থ সম্পাদক ডাঃ নাসির উদ্দিন মুরাদ, তরুন সমাজ সেবক ও আলোর সিড়িঁ সোসাইটির উপদেষ্টা হাফেজ মহিন উদ্দিন, উত্তর চাড়িপুর বাইতুল ইজ্জত জামে মসজিদের সাধারন সম্পাদক নুর আহমদ, হাজী আঃ গনী ভূইঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডাঃ এম রহমান রুবেল, সফি উল্যাহ মাষ্টার, আবদুল হাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সহযোগীতায় ছিলেন ফেনী নবজীবন রক্তদান ফোরাম।
সভাপতিত্ব করে আলোর সিড়িঁ সোসাইটির সভাপতি ও নবজীবন রক্তদান ফোরাম ফেনীর সদস্য আবদুল হাকিম মুরাদ।