সদর প্রতিনিধি- ফেনী সদর উপজেলার ছনুয়ায় মাদক ব্যবসায়ী সাইদুল হক রিপন (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দুপুরে ইউনিয়নের তেতৈয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মজল হকের ছেলে।
সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় বোগদাদিয়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল।এসময় ২ শ লি: চোলাই মদসহ সাইদুল হক রিপনকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন এসআই মাইন উদ্দিন ভুইঞা।
তার বিরুদ্বে মডেল থানায় আরো ৭ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়।
এ ব্যপারে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।এছাড়া মাদক নির্মুলে কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।