ছাগলনাইয়া প্রতিনিধি: ছাগলনাইয়া পৌরসভার রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক (২২) নামের এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর ওয়ার্ডের রৌশন ফকিরের মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এসময় মহামায়া ইউনিয়নের মাটিয়াগোধা গ্রামের সওদাগর বাড়ির আবুল বশরের ছেলে ওমর ফারুককে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।