স্টাফ রিপোর্টার- ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নতুন সমিতির বাজার এলাকায় মঙ্গলবার বিকালে বালির ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত ও ২৫জন আহত হয়েছে। আহত ১০জনকে মুমূর্ষ অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামগামী জোনাকী নামের যাত্রীবাহী একটি বাস (লক্ষীপুর-ব-১১-০০০৯) বুধবার ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন সমিতির বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাকের (চট্ট-মেট্রো-ট-১১-২০২২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই বাসের ৩জন যাত্রী মারা যায়। আহত হয় অন্তত ২৫জন। আহত ১০জনকে মুমুর্ষ অবস্থায় ফেনী আধুনিক সদও হাসপাতালে এবং বাকীদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের আরএমও ডা, অসীম কুমার সাহা জানান, আহতদের ৬জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।