ছাগলনাইয়া প্রতিনিধি-ছাগলনাইয়া পৌরসভার অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপকে কেন্দ্র করে পৌরসভার মেয়র মো: মোস্তফা ও কাউন্সিলরদের পাল্টা-পাল্টি বক্তব্যে তাদের মধ্যে দ্বন্ধ প্রকাশ্যে রুপ নিয়েছে।
জানা গেছে, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো: মোস্তফার বিরুদ্ধে পৌরসভার উন্নয়ন কাজে অনিয়ম,দুনীতি ও অনৈতিক কার্যকলাপ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মেয়র তার বিরুদ্ধে আসা সকল অভিযোগকে মিথ্যা ও যড়যন্ত্র বলে দাবি করেন।
অপরদিকে সংবাদ সম্মেলনে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে মেয়র মো: মোস্তফার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পৌরসভার অন্য কাউন্সিলরা। কাউন্সিলরদের পক্ষে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজহারুল ইসলাম মুসা, বাঁশপাড়া ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, মটুয়া ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত লিখিত প্রতিবাদ লিপিতে অভিযোগ করে বলেন, নির্বাচনের সময় তারা এলাকার মানুষকে রাস্তাঘাট, পুল-কালভাট, ড্রেন নির্মাণসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের ওয়ার্ডগুলোতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
তারা অভিযোগ করে বলেন, মেয়র তার পছন্দের ঠিকাদার ও এলাকায় নিজের ইচ্ছেমতো পৌরসভার অর্থে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করেন। পৌরসভার ৪০ জন ঠিকাদার থাকলেও তাদের কোন কাজ দেয়া হচ্ছেনা। ওই সব কাজের মান নিয়েও এলাকাবাসীর প্রশ্ন রয়েছে বলে ।
এসব কাউন্সিলররা আরো বলেছেন, কাউন্সিলরদের সাথে মেয়র খারাপ আচরণ করেন। পৌর পরিষদে কাউন্সিলরদের কোন কাজ নেই জানিয়ে মাসে একবার এসে ভাতা নিয়ে যাওয়ার নির্দেশ দেন মেয়র। এছাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, পৌরবাসীর সঙ্গে অনৈতিক আচরণ, মাসিক সভার রেজ্যুলেশান সরবহরাহ করা হয় না। উন্নয়ন সংস্থা এডিবি থেকে ১৬-১৭ অর্থবছরে বরাদ্ধকৃত ৯৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে তাদের অভিযোগ। ১৭-১৮ অর্থ বছরে প্রথম ধাপে এডিবির ৩০ লাখ টাকারও হদিস নেই বলে জানান কাউন্সিলররা। পশ্চিম ছাগলনাইয়া, বাঁশপাড়া ও মটুয়ায় বিল্ডিং আইন অমান্য করে অহরহ বহুতল ভবনের অনুমোদন দেয়া হচ্ছে। এক্ষেত্রে টিউবওয়েল বসানোর জন্য রসিদবিহীন ১৫ হাজার টাকা আদায় করা হচ্ছে বলে জানা গেছে।