ফেনী
বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৫২
, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেনীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

 

স্টাফ রিপোর্টারঃফেনী পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ হাসানকে কুপিয়েছে দুর্বৃত্তরা।বুধবার বিকালে সরকারী ফাইলট এসেম্বলী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্বার করে তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সুত্র জানায়,বুধবার ফেনী সরকারী কলেজ কেন্দ্রে মাস্টার্স পরিক্ষা অনুষ্ঠিত হয়।পরিক্ষা শেষে ছাত্রলীগ নেতা হাসান তার চাচাতো বোন শামছুন নাহারকে নিয়ে যাওয়ার সময় তানভীর হানাফী ও বায়েজীদ হিরাসহ তিন থেকে চারজন বখাটে এ কলেজ ছাত্রীকে ইভটিজিং করে।

এ ঘটনার প্রতিবাদ জানায় হাসান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা হাসানকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্বার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে।সে পৌরসভার গাজী ক্রস রোড এলাকার এয়ার আহম্মদের ছেলে।

এব্যপারে ফেনী মডেল থানার ওসি (অপারেশন)সাজেদুল ইসলাম জানান,সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।তবে মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!