বিনোদন প্রতিবেদক-অভিনয়শিল্পীদের কি নির্দিষ্ট কোনো ছুটির দিন আছে? সপ্তাহের সাত দিনই তো টানা কাজ করতে হয়। যখন কাজ থাকে না তখনই ছুটির দিন।দেশের টিভি নাটকে এই সময়ের ব্যস্ত অভিনয়শিল্পী মোশাররফ করিম। গেলো ঈদেও তাকে দেখা গেছে ৩০টির বেশি নাটকে।কয়েক দিন আগে হঠাৎ করে শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন এই তারকা। পরে জানা যায়, তেমন গুরুতর সমস্যা নয়। চিকিৎসক তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।টানা কাজের চাপ সামলে এবার ছুটি কাটাচ্ছেন এই অভিনেতা।
স্ত্রীকে নিয়ে এখন কক্সবাজারে অবস্থান করছেন মোশাররফ করিম। কোনো শুটিংয়ে নয়, একেবারেই ব্যক্তিগত সময় কাটাচ্ছেন তারা। মোশাররফ করিম জানান, “এটি একেবারেই ‘রিফ্রেশিং ট্রিপ’। ঘুরতে এসেছি, নিজেদের মতো কিছু সময় কাটাচ্ছি।”মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজা জুঁই জানান, ‘কক্সবাজারে কোন শুটিং নয়, নিজেদের মতো করে কিছু সময় কাটাতে এসেছি। আমরা গতকাল কক্সবাজারে এসেছি। আগামীকাল ঢাকা ফিরবো। কাজের বাইরে ব্যক্তিগত সফর এটি।’
এদিকে মোশাররফ করিম তার ভেরিফায়েড ফেসবুক পাতায় বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ক্যাপশন লিখেছেন, রিফ্রেশিং ট্রিপ উইথ রোবেনা রেজা জুঁই। ছবিতে দেখা যায়- সুইমিংপুলে সাঁতার কাটছেন মোশাররফ-জুঁই দম্পতি।জুঁইয়ের সঙ্গে মোশাররফ করিমের প্রথম পরিচয় ২০০০ সালে। তারপর চার বছর প্রেমের সম্পর্কের পর ২০০৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রোবেনা রায়ান করিম নামে তাদের একটি সন্তান রয়েছে।