ঢাকা অফিস-জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্র্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে অনেকেই সংসদের গৃহপালিত বিরোধী দল বলে মন্তব্য করেন। এটা শুনলে আমার খারাপ লাগে। ঘটনা ঘটে গেছে, কিছু করা যাবে না। তবে জাতীয় পার্টি আর আগের মতো নেই। জাতীয় পার্টির দিকে মানুষ চেয়ে আছে। এরশাদ বলেন, দুই দলের নির্যাতনের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়। শান্তি, সুখ ও নিরাপত্তা চায়। শান্তির ও নিরাপত্তার ভরসার স্থান একমাত্র জাতীয় পার্টি। রংপুরের নির্বাচনের পর দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আমাদেরকে আর কেউ ফেলনা মনে করে না। তোমরা শক্তি অর্জন কর, সাংগঠনিক ভাবে শক্তিশালী হও। ১৫ ফেব্রুয়ারি মহাসমাবেশে প্রমাণ করতে হবে সাংগঠনিক শক্তি আছে, সামর্থ্য আছে, জনবল আছে, মানুষের ভালবাসা আছে। আমি মৃত্যুর আগে পার্টিকে দেশ পরিচালনার সরকার হিসেবে ক্ষমতায় দেখতে চায়। তবেই মরে আমি শান্তি পাবো।
সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। আগামী ১৫ ফেব্রুয়ারি দলের সমাবেশকে সফল করতে এই সভার আয়োজন করা হয়।