করোনায় আক্রান্ত স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।শুক্রবার রাতে রাজধানীর এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন জাফর উদ্দিনের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে গঠিত মেডিকেল বোর্ড সন্তোষ প্রকাশ করে নানা দিক নির্দেশনা দেন।এসময় হাসপাতালটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আহমেদুল কবির,কভিড অপারেশন প্রধান ডাক্তার মোহাম্মদ হোসেনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।