ফেনী
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৭
, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা উপজেলা-পৌর কমিটিকে স্বাগত জানিয়ে চরদরবেশ ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল নিজ দলীয় ত্যাগী-নির্যাতিত কর্মীর পাশে থাকায় ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা আহবায়ক কমিটি দিয়ে ৫ বছর পার ফেনীর বিএনপির ফাজিলপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত ঢাকাস্থ ফাজিলপুর যুব কল্যাণের জিপিএ ৫ সংবর্ধনা আ.লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা তা জনগণই ঠিক করবে-ফখরুল

জেলা প্রশাসক গোল্ডকাপ টূর্নামেন্টের ফাইনালে ফেনী সদর উপজেলা দল বিজয়ী

 

ক্রীড়া প্রতিবেদক-জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ছাগলনাইয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী সদর উপজেলা দল। বুধবার বিকালে শহরের ভাষা শহী সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোন দল। খেলা ট্রাইব্রেকারে গড়ালে ফেনী সদর উপজেলা দল ছাগলনাইয়াকে ৪-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ টূর্নামেন্টের এ আসরের শিরোপা লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়রে মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম প্রমুখ।

খেলায় ফেনী সদরের খেলোয়াড় জাহাঙ্গীর আলম সেরা খেলোয়াড় ও ছাগলনাইয়া লের খেলোয়াড় আব্দুল বাতেন কমল সর্বোচ্চ গোলাতার পুরস্কার লাভ করেন।

এসময় সিভিল সার্জন ডা: হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক ড. খালেদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা, ফেনীর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার, দাগনভূঞা উপজেলা পরিষ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo