ফেনীর সিভিল সার্জন পদে ডা. মীর মোবারক হোসাইনকে পদায়ন করা হয়েছে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপ সচিব মো: আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি নিশ্চিত করেন। এর আগে তিনি কেরানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেন। এছাড়া তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্বপালন করেন। বর্তমানে তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্বপালন করে আসছেন বলে জানা গেছে।প্রসঙ্গত; করোনায় আক্রান্ত হয়ে ৭ জুলাই ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন মৃত্যুবরণ করেন।