শহর প্রতিনিধি-বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বর্তমান সরকার প্রতিদ্ধন্ধিতাপূর্ন নির্বাচনের বিষয়ে আশাবাদী। বিএনপি বিগত সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে সে ভুলের পুনরাবৃত্তি না করে আগামী নির্বাচনে অংশ নিবে। আমরা আন্তরিকভাবে প্রতিদ্ধন্ধিতামূলক নির্বাচন করতে চাই। শেখ হাসিনা সরকার খালি মাঠে গোল দিতে চায় না।
তিনি বলেন, ১৮০ কোটি টাকা ব্যয়ে ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ নিদিষ্ট সময়ের আগে চলতি বছরের ১৬ ডিসেম্বর এর আগে কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী ফ্লাইওভারটি উদ্বোধন করবেন। সুদৃশ্য ফ্লাইওভারটি চালু হলে ঢাকা-চট্টগ্রামসহ দেশের যোগযোগ ব্যবস্থা আরো এগিয়ে যাবে। ফেনীর চিত্রও পাল্টে যাবে।
সোমবার দুপুরে ফেনীর মহিপালে ছয় লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এসময় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডিয়ার জেনারেল একেএম রেজাউল মজিদ, লেফটেন্যান্ট কর্ণেল মাশফিকুল আলম,পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, সড়ক ও জনপথ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, আবদুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আর কে দাস, সহকারী প্রকল্প পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন ।