ফেনী
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২৭
, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের সব ফটক,বন্যার পানি দ্রুত কমছে ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে ভরাটকৃত খাল পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন ফেনীতে ১৯টি আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫ স্থানে ভাঙন ৩০ গ্রাম প্লাবিত,পানিবন্দি অর্ধলক্ষ্য মানুষ মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত,বাধের ৫ স্থানে ভাংগন,বন্যার আশংকা ফেনীতে ব্যাপক জলাবদ্ধতা,পানিবন্দি হাজারো মানুষ,দুর্ভোগ চরমে স্থানীয় নির্বাচন আগে করতে হবে ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের দুই নেতা আটক ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার রাতের ভোটের’ দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সাইফুল -সম্পাদক শুক্কুর

নিজস্ব প্রতিবেদক-ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী নিউজের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক শুক্কুর আলী।

সাইফুল ইসলাম পেয়েছেন ৬০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আবু দারদা জুবায়ের পেয়েছেন ৩৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে শুক্কুর আলী ৫০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক মোরসালিন নোমানী পেয়েছেন ২৭৯ ভোট।

এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মঈনুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক নূরুল ইসলাম হাসিব, দপ্তর সম্পাদক পদে মো. জেহাদ হোসেন চৌধুরী, গবেষণা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক পদে মো. মোহসিন হোসেন, আপ্যায়ন সম্পাদক পদে কামালউদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক পদে কাওসার আজম ও ক্রীড়া সম্পাদক পদে আরাফাত দারিয়া।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল কাফি, মাহমুদা ডলি, জান্নাতুল ফেরদৌস পান্না, মো. জাফর ইকবাল, আবদুল হাই তুহিন, কামাল মোশাররফ ও এসএমএ কালাম।

সহসভাপতি পদে গ্যালমান শফি, অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসীর, নারীবিষয়ক সম্পাদিকা পদে ঝর্ণা মণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমিনুল ইসলাম ভূইয়া এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!