ফেনী
বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৩
, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকেশ্বরী মন্দিরে প্রধান বিচারপতি সিনহা

নিজস্ব প্রতিবেদক-রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি সেখানে যান এবং প্রায় আধা ঘণ্টা মন্দিরে অবস্থান করেন্। সন্ধ্যা ছয়টা ২০ মিনিটের দিকে বাসভবনে ফিরে আসেন প্রধান বিচারপতি।

এর আগে প্রধান বিচারপতিরকে দেখতে তার বাসায় গিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকাল ৪টা ১৫ মিনিটে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে যান আইনমন্ত্রী। প্রায় ২৪ মিনিট ভেতরে অবস্থানের পর বিকাল ৪টা ৩৯ মিনিটে বেরিয়ে আসেন তিনি।

আইনমন্ত্রী বেরিয়ে আসার পর বাসা থেকে সস্ত্রীক বের হন প্রধান বিচারপতি। এরপর তিনি চলে যান পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে।

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর আইনমন্ত্রী অপেক্ষমাণ সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে তিনি জানান, প্রধান বিচারপতি বিশ্রামে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খোলার আগের দিনে গত ২ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির আবেদন করেন বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিন রাতেই আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে। তিনিই বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo