শহর প্রতিনিধি-বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার সন্ধ্যায় শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তাকিয়া রোডের মাথায় গিয়ে শেষ হয়।এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।