দাগনভুইয়া প্রতিনিধি-ফেনীর দাগনভুঞা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল অাবদীন মামুনের বাড়ি থেকে ১৩ বোতল ফেন্সিডিল, গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক সামগ্রী ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের কামারপুকুরিয়া গ্রামে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তার ভাই সাইফুদ্দিন লিটনের ঘর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। সাইফুদ্দিন লিটন ওরফে প্রকাশ লিট্টা উপজেলায় মাদকের ডন হিসেবে পরিচিত।এ সময় অভিযানের খবর পেয়ে মোবাইল ফোন রেখেই পালিয়ে যাই লিটন।
এছাড়া মামুন ও তার ভাইয়ের বিরুদ্বে অসহায় মা ও মেয়েকে ধর্ষণ করে জায়গা দখল করে নেয়ার অভিযোগ রয়েছে।