দাগনভূঞা প্রতিনিধি-দাগনভূঞায় বিক্রয় নিষিদ্ধ ৩৭ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় শফিকুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীর ১ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ভূঞা।বুধবার সকালে উপজেলার রামনগর ইউনিয়নের বাঁধের গোড়া এলাকায় এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ভূঞা অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার বাঁধের গোড়া থেকে ভ্যানে করে বিক্রির সময় নিষিদ্ধ ৩৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় তা বিক্রি করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে মাছ ব্যবসায়ী শফিকুল ইসলামের ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় ছিদ্দিকিয়া এতিমখানায় বিতরণ করা হয়।