সোনাগাজী প্রতিনিধি- ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে উঠান বৈঠক করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন।শুক্রবার বিকালে ওই ওয়ার্ডের গোয়ালিয়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এলাকাবাসীর সামনে তুলে ধরে আগামি নির্বাচনে আওয়ামীলীগকে জয়ী করতে সকলের নিকট আহবান জানান লিপটন।