শহর প্রতিনিধি- ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সহধর্মিণী নুরজাহান বেগম নাসরিনের সুস্থতা ও এয়ার আহম্মেদ বাচ্চুর আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
এসময় ইউনিট কার্যকরী কমিটির সদস্য আবুল হাসেম,সহকারী পরিচালক,আলাউদ্দিন পাটোয়ারী,যুব প্রধান সাইফুদ্দিন রাশেদ,যুবপ্রধান-২ মোঃ সাঈদ, মোঃ সাহাব উদ্দিন,মাসুম,তারেক, জিয়াসহ ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন পুরাতন জর্জ কোর্ট এতিম খানার হাফেজ মাওলানা মোঃ মিশকাত হাসান।