শহর প্রতিনিধি-ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সহধর্মিণী নুর জাহান বেগম নাসরিনের সুস্থতায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে শহরের সালাম কমিউনিটি সেন্টারে জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের পরিচালনায় এতে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী,জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,সহ-সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বিকম,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম,সদর উপজেলা যু্বলীগের সভাপতি নুরুল আফসার আপন,জেলা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার নিঝুম,সাধারণ সম্পাদক আফরোজা আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজসহ জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।