স্টাফ রিপোর্টার-ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সহধর্মীনি নুরজাহান বেগম নাসরিনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ফেনী পৌর যুবলীগ।
বৃস্পতিবার বিকালে শহরের সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিপি এডভোকেট হাফেজ আহম্মদ,দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার,সহ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল,জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ,কাউন্সিলর হারুন অর রশীদ মজুমদার,লুৎফুর রহমান খোকন হাজারী,মাহতাব উদ্দিন মুন্না,সিরাজুল ইসলাম,আবু ইউসুফ বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন তমিজিয়া জামে মসজিদের খতিব মাওলানা নুর মোহাম্মদ।
ফেনী পৌর যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম ভুইঞার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক গাজী খালেদ ইমাম জুয়েল,তৌহিদুর রহমান হানিফ।
বর্তমানে নিজাম হাজারী এমপির স্ত্রী নুর জাহান বেগম নাসরিন সিংগাপুরের মাউথ এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।