শহর প্রতিনিধি-নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজির) সক্রিয় সদস্য মো. সোহেলকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় ।
র্যাব-৭ ফেনী ক্যাম্প অধিনায়ক শফায়াত জামিল ফাহিম জানান, ওই দিন বিকেলে ঢাকা-চট্টগ্রা মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে র্যাব নিয়মিত চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিলো। এসময় একটি যাত্রীবাহি বাস থেকে মো. সোহেলকে জিহাদি লিফলেটসহ আটক করে র্যাব। পরে তাকে জিঙ্গাসাবাদে হুজির সদস্য বলে স্বীকার করে।
সোহেল র্যাবকে আরো জানায়, ২০১২ সালের ১৬ মে কিশোরগঞ্জের তারাইল থানায় মো: সোহেল (৪৩) এর বিরুদ্ধে জংগী কর্মকান্ডে অংশগ্রহণের জন্য একটি মামলা রয়েছে।