সোনাগাজী প্রতিনিধিঃ নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সোনাগাজীর মতিউর রহমান পলাশের দাফন শেষ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের রশীদ ডাক্তার বাড়ির দরজায় তার জানাজার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, বগাদানা ইউনিয়ন চেয়ারম্যান ইসহাক খোকনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
নিহত পলাশ আউরারখিল গ্রামের রশীদ ডাক্তার বাড়ির মোঃ আমিন উল্লাহ মিয়ার পুত্র।