প্রেস বিজ্ঞপ্তি-পরশুরামে দৈনিক আজকালের খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন,উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল,পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী, জেলা পরিষদ সদস্য সফিকুল হোসেন মহিম, কাউন্সিলর এনামুল হক এনাম,বিআরডিবির চেয়ারম্যান মো ইয়াছিন শরীফ মজুমদার।
আজকালের খবরের পরশুরাম প্রতিনিধি পেয়ার আহাম্মদ চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন।এসময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন, কলেজ ছাত্রলীগ সভাপতি ইলিয়াছ হোসেন শাহীন, সম্পাদক রকিবুল হাসান রাসেলসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।