পরশুরাম প্রতিনিধি-পরশুরামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে খোকা মিয়া মিলনায়তনে শিশু একাডেমীর আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বোরহান উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন শরীফ মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি জহির উদ্দিন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।