ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ওয়ার্ডে রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে এটি চালু করা হয়।এসময় পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার, পৌর মেয়র নিজাম উদ্দিন আহামেদ চৌধুরী সাজেল, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার আবদুল খালেক উপস্থিত ছিলেন।
সালেহ উদ্দিন হোসনে আরা ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় ফোনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পরিবারের অর্থায়নে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও করোনা ইউনিট স্থাপনের উদ্যোগ নেয়া হয়।
উল্লেখ্য; সালেহ উদ্দিন হোসনে আরা ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় এর আগে ফেনী ডায়াবেটিক হাসপাতালে আইসিউ, ফেনী সদর হাসপাতালে হাইফ্লো অক্সিজেন ও টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু করা হয়েছে