সদর প্রতিনিধি-ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ইসলামধর্মকে অবমাননাকারী কথিত বন্ডপীর ডিস নবীর শাস্তি ও ভূয়া খানকা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে ফেনী-দাগনভুইয়া সড়কের মাথিয়ারায় এ কর্মসূচি পালন করা হয়।এর আগে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধন পালন করে।
এসময় জেলা বংগবন্ধু সৈনিকলীগের সভাপতি ফয়েজ আহম্মদ, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য জহির উদ্দিন,জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন,পাছগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন রুবেল,কুয়েত প্রবাসী সেলিম,শামছুল আলম লাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।