সদর প্রতিনিধি-ফেনী সদর উপজেলার পাচঁগাছিয়া এ.জেড.খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের নবীনবরণ ও বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন,জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন,পাচঁগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক। বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষিকা ইসমত আরা বেগমের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফকির আহম্মদ।
এতে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।