শহর প্রতিনিধি-ফেনীর পুরাতন পুলিশ কোয়ার্টার ডানহাম গলি থেকে ডাকাত গ্রুপের সদস্য সাব্বির হোসেন (২০)কে শনিবার রাতে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। সে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার কাকড়াতলি মুন্সি বাড়ীর মৃত আল মামুন প্রঃ জাহেদ হোসেনের ছেলে।সে দীর্ঘদিন থেকে পুলিশ কোয়ার্টার আমিন ম্যানশনে ভাড়া থেকে এসব অপকর্ম করে আসছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।
পুলিশ সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় শহর পুলিশ ফাঁড়ির এস আই কামাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এসময় ডাকাতির প্রস্তুতিকালে সাব্বিরকে গ্রেফতার করে পুলিশ।তার বিরুদ্ধে হত্যা চেষ্টা,চুরি ছিনতাই,ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে।সে ছাত্রলীগ নেতা পিটুর একান্ত সহযোগী বলে ঘনিষ্টজনরা জানায়।